হোম > সারা দেশ > মেহেরপুর

বাসের ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন ছাতিয়ান ব্রিকফিল্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিনুয়ারা খাতুন (৬০) উপজেলার ছাতিয়ান গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, মিনুয়ারা খাতুন রাস্তা পার হয়ে তাঁর ছেলের দোকানে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর অভিমুখে শাপলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মিনুয়ারা খাতুন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে চিকিৎসার জন্য বামন্দীর একটি ক্লিনিকে নেয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে যাওয়ার পথে মিরপুর নামক এলাকায় তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার