হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ২ 

খুলনা প্রতিনিধি

খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের মেছাঘোনা নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ্বাস (৬০) ও যাত্রী আশুতোষ ঘোষ (৫৫)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামে।

খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ মুন্সী বলেন, আজ রোববার বেলা আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনায় খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ্বাস ও প্রাইভেটকারের যাত্রী আশুতোষ ঘোষ ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া প্রাইভেটকারের অপর যাত্রী শামসুজ্জামান এবং বাসের যাত্রী সাব্বির খান, যুঁথি ও লাবনী আহত হন।

খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ্বাস ও আশুতোষ ঘোষের মরদেহ এবং আহতদের উদ্ধার করে। আহত চারজনের মধ্যে শামসুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ছাড়া বাকি তিনজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লিপিকা হালদার বলেন, প্রাইভেটকারের যাত্রীরা লক্ষ্মীপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন লাল পেশায় হোমিও চিকিৎসক ও আশুতোষ ঘোষ ব্যাংকার ছিলেন।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই