হোম > সারা দেশ > খুলনা

মিরপুরে শ্যামলী পরিবহনের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩ 

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

মিরপুর উপজেলায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এক পথচারী বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টায় মিরপুর বিজিবি সেক্টরের 'কিছুক্ষণ' ক্যানটিনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি অজ্ঞাত এক পথচারীকে চাপা দেয়। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গাড়ির যাত্রী খলিশাকুন্ডি গ্রামের নজরুল ইসলাম, মেহেরপুরের বাপ্পি ও গাংনীর বিল্লাল হোসেন জানান, ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় যাত্রীবাহী শ্যামলী পরিবহন ছেড়ে আসে। চালক গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। বিজিবি সেক্টরের সামনে এলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে ৭ জন যাত্রী ছিলেন। তারা অল্প বিস্তর আহত হয়েছে। 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত পথচারী পাগল ছিলেন। পথে-ঘাটে ঘুরে বেড়াতেন, তবে তার নাম জানা নেই।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার