হোম > সারা দেশ > কুষ্টিয়া

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আসামি মাহমুদ হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার শহরের জুগিয়া সবজি ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদ হাসান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া সবজি ফার্মপাড়ার বাসিন্দা মামুনর রশিদের ছেলে। তিনি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদ হাসানকে জুগিয়া সবজি ফার্মপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি মানহানি মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে যান। তখন তাঁকে আদালত ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। বিকেলে আদালত চত্বরে তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় আসামি হিসেবে ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি ২০ থেকে ৩০ জন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার