হোম > সারা দেশ > যশোর

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের শিকার ওই নারীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। 

অভিযুক্ত হাফিজুর রহমান মণিরামপুরের নেহালপুর দক্ষিণপাড়ার গোলাম গাজীর ছেলে। 

পুত্রবধূর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, হাফিজুর রহমানের ছেলে ট্রাকের হেলপার। হাফিজুরের স্ত্রী স্থানীয় একটি পাটকলের শ্রমিক। প্রতিদিন পাটকলে কাজ করতে যান তিনি। আর ছেলে কাজের সুবাদে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে হাফিজুর রহমান পুত্রবধূকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। 

ইউপি সদস্য বলেন, বিষয়টি গৃহবধূ প্রথমে স্বামীকে জানান। তাঁর স্বামী সবকিছু শুনে বিষয়টি তাঁর মাকে (হাফিজুরের স্ত্রী) জানাতে বলেন। এরপর থেকে হাফিজুরকে ধরার জন্য ওত পেতে থাকেন তাঁর স্ত্রী। 

শহীদুল ইসলাম বলেন, পরিকল্পনা অনুযায়ী বুধবার ভোরে পাটকলে কাজে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে যান হাফিজুরের স্ত্রী। তিনি কাজে না গিয়ে আশপাশের কয়েকজন নারীকে নিয়ে বাইরে লুকিয়ে থাকেন। এই সুযোগে ভোরে পুত্রবধূর ঘরের সামনে গিয়ে তাঁকে দরজা খুলতে বলেন হাফিজুর। পরিকল্পনা অনুযায়ী দরজা খুলে দেন পুত্রবধূ। এর পরই সঙ্গে থাকা নারীদের নিয়ে পুত্রবধূর ঘর থেকে হাফিজুরকে ধরে ফেলেন তাঁর স্ত্রী। 

শহীদুল ইসলাম বলেন, হাফিজুরকে ধরার পর তাঁকে কিছু না বলে উল্টো পুত্রবধূকে মারধর করেন শাশুড়ি। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে গৃহবধূর বাবার বাড়ি থেকে লোকজন আসেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এদিকে শুক্রবার রাতে এলাকাবাসী হাফিজুরকে ধরে এনে নেহালপুর ইসলাম মোড়ে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে নেহালপুর ক্যাম্পের পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়। 

নেহালপুর ক্যাম্পের এসআই আতিকুজ্জামান বলেন, আজ শনিবার সকালে হাফিজুরকে থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, স্ত্রী ও ছেলে বাড়িতে না থাকার সুযোগে তিনি তিনবার পুত্রবধূকে ধর্ষণ করেছেন। 

মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণের শিকার ওই নারীর বাবা বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে আমরা হেফাজতে নিয়েছি। গ্রেপ্তারকৃত শ্বশুরকে আদালতে সোপর্দ করা হবে।’ 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার