হোম > সারা দেশ > খুলনা

বকেয়ার ভারে ইবিতে জিয়া হলের ডাইনিংয়ে খাবার বন্ধ

ইবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবার সরবরাহ বন্ধ রয়েছে গত এক সপ্তাহ ধরে। ডাইনিংয়ের প্রায় দুই লাখ টাকা ভর্তুকি বকেয়া থাকায় খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছেন ম্যানেজার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শেষে আবাসিক হলগুলো খুলেছে গত ১৫ জুন। তবে এক সপ্তাহ পার হলেও জিয়া হলের ডাইনিং চালু হয়নি। খাবারের জন্য শিক্ষার্থীদের ভরসা এখন অন্য হলের ডাইনিং কিংবা বাইরের হোটেল। এতে খরচ বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

ডাইনিং ম্যানেজার পায়না বলেন, “সাবেক প্রভোস্টের সময়কার ৫ মাসের ভর্তুকির ২ লাখ টাকা এখনো বকেয়া। ধারদেনা করে এতদিন চালালেও এখন আর সম্ভব হচ্ছে না। বর্তমান প্রভোস্ট বলছেন, সাবেক প্রভোস্টের কাছ থেকে টাকা নিতে, কিন্তু আমি কীভাবে এত ঋণ পরিশোধ করব?”

শিক্ষার্থী মোহাম্মদ শরীফ বলেন, “অন্যান্য হলের ডাইনিং চালু হলেও জিয়া হলে এখনও খাবার মেলে না। বাধ্য হয়ে বাইরে খেতে হচ্ছে, যা খরচের দিক দিয়ে ভীষণ কষ্টকর।”

এ বিষয়ে সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, “বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর আশ্বাস দিয়েছিলেন, প্রয়োজনে যেকোনো ফান্ড থেকে হলের আর্থিক বিষয় মেটানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।”

বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতি মাসের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি ম্যানেজারকে। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে, তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।”

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার