হোম > সারা দেশ > খুলনা

তথ্য গোপন করে এমপিওভুক্ত, অধ্যক্ষসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাতক্ষীরা প্রতিনিধি

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপন করে জুনিয়র শিক্ষককে এমপিওভুক্তির অভিযোগে মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গত বুধবার অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হলেও বিষয়টি আজ শনিবার প্রকাশ করা হয়। এতে অবৈধভাবে এমপিওভুক্ত হয়ে চার শিক্ষকের বেতন-ভাতা বাবদ সরকারের ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হবে।’ 

অভিযোগপত্রে আসামি করা হয়েছে–সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, দর্শন বিভাগের প্রভাষক শেখ নাসির আহমেদ ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক অরুণ কুমার সরকার। 

এর আগে গত বছরের ৯ মার্চ দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। পরে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়কে এ মামলা তদন্তের দায়িত্বভার দেওয়া হয়। এক বছর তদন্ত শেষে কমিশনে সম্প্রতি তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি