হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিজয় দিবসে এ কেমন স্লোগান!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় র‍্যালিতে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াসের বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে আজ শুক্রবার আপত্তিকর বক্তব্য ও স্লোগানের এমন অভিযোগ তোলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘যুব অধিকার পরিষদের ওই নেতা আগে ছাত্রদল করতেন। তিনি স্বাধীনতা বিরোধী ও দুষ্কৃতকারী। তিনি মহান বিজয় দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর নাম একটি মিছিল বের করেন। মিছিলে তাঁর নেতাকর্মীরা স্লোগান দেন জ্বালোরে জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। তিয়াস ভাই আসছে, রাজপথ কাঁপছে।’

যুবলীগ সভাপতি হারুন অর রশিদ আরও বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা সাংবাদিকের সাক্ষাৎকারে বলছে, দেশে এখন রাজনীতির বড় ব্যবসা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে পুঁজি করেই বর্তমান সরকার যা মন তাই করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো নেতা তিনি নন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’

অভিযোগকারী যুবলীগ নেতার দেখানো ভিডিওতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদদের গণকবরের দিকে যাচ্ছে একটি মিছিল। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে- কুমারখালীর মাটি তিয়াস ভাইয়ের ঘাঁটি, তিয়াস ভাই আসছে, মাটি কাঁপছে। 

ভিডিওতে আরও দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের শহীদদের গণকবর এলাকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ওই নেতা। 

সেখানে তিনি বলছেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে বড় ব্যবসা চলছে মুক্তিযুদ্ধ নিয়ে। বর্তমান সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু করে আমাদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে। কিন্তু সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এ নিয়ে বলার জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আমরাও নির্যাতিত হতে প্রস্তুত। কারণ নির্যাতন করে একাত্তরে দামিয়ে রাখা যায়নি, একুশেও যাবে না।’

এ বিষয়ে জানতে চাইলে যুব অধিকার পরিষদের যুগ্ম আহমেদ শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। মিছিলে চার থেকে পাঁচশ ছেলেপেলে ছিল। এমন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি-না জানি না। তবে বিজয় দিবসে এমন স্লোগান খুব দুঃখজনক। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা