হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের সময় ১০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২ সহোদর

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই সহদোরকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরণ মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বেনাপোল কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহভাজন দুই সহদোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম।

বিজিবির অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত