হোম > সারা দেশ > খুলনা

কিছু লাগবেনা, আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই: আ. লীগ নেতা

মনিরামপুর প্রতিনিধি

দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে অবশেষে বিএনপিতে যোগ দিলেন যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম এরশাদ আলী। আজ শনিবার বিকেলে থান বিএনপির সভাপতি শহীদ ইকবালের মনিরামপুরের বাসভবনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় ধানের শিষের তোড়া ও ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন শহীদ ইকবাল। 

উপজেলার হেলাঞ্চি গ্রামের স্থায়ী বাসিন্দা এরশাদ আলী খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হন এরশাদ আলী। 

এ বিষয়ে এরশাদ আলী বলেন, কোনো কারণ নেই। বিএনপিকে ভালোবেসে যোগ দিয়েছি। 

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, এরশাদ আলী দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সর্বশেষ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ৫ বছর ধরে তিনি কোনো কমিটিতে নেই। 

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘এরশাদ আলী একসময় জাতীয় পার্টি, পরবর্তীতে বিএনপি করেছেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ইউনিয়ন কমিটিতে ছিলেন।’

জিন্নাহ বলেন, ‘কয়েক দিন আগে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে এরশাদ আলী নৌকার মনোনয়ন চেয়েছেন। পরে দল আমাকে নৌকা দিলে তিনি বিদ্রোহী প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেছেন। যে ব্যক্তি নৌকার বিরোধিতা করতে পারেন। তিনি দলে না থাকলে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।’ 

মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘শনিবার বিকেলে এসএম এরশাদ আলী আমার বাসায় এসে বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন। আমি তাঁকে বলেছি, দলে যোগ দিলে আমি আপনাকে ভালো কিছু দিতে পারব না। তিনি বলেছেন, “কিছু লাগবে না। আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই। ” পরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।’

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, থানা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য নাজমুস সাদাত, একে আজাদ, মুক্তার হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার