হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সাবেক সংসদ সদস্যের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ 

খুলনা প্রতিনিধি

খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আব্দুল গফ্ফার আজ সোমবার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, গত ২৩ আগস্ট বেলা ৩টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমানের কাছে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি সদর থানায় জিডি করায় এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।

সাবেক সংসদ সদস্য বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর খুলনায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজ করা হচ্ছে। ব্যবসায়ীসহ নিরীহ মানুষের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা এখনই ক্ষমতায় চলে গেছে। তাদের কিছু বিপথগামী নেতা-কর্মী এখন বিভিন্ন স্থানে নানা অপকর্মে লিপ্ত। দলের নাম ভাঙিয়ে যেসব দুর্বৃত্ত দখলবাজি, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

কোনো রাজনৈতিক দল এসব অপকর্মের সঙ্গে জড়িত, তা জানতে চাইলে গফ্ফার বিশ্বাস বলেন, ‘কারা এসব করছে, তা খুলনাবাসী জানে। তাদের চাওয়া অনুযায়ী চাঁদা দিতে না পারায় অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে খামখেয়ালিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’ তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও নব্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের দাবি জানান।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন