হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সাবেক সংসদ সদস্যের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ 

খুলনা প্রতিনিধি

খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আব্দুল গফ্ফার আজ সোমবার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, গত ২৩ আগস্ট বেলা ৩টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমানের কাছে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি সদর থানায় জিডি করায় এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।

সাবেক সংসদ সদস্য বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর খুলনায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজ করা হচ্ছে। ব্যবসায়ীসহ নিরীহ মানুষের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা এখনই ক্ষমতায় চলে গেছে। তাদের কিছু বিপথগামী নেতা-কর্মী এখন বিভিন্ন স্থানে নানা অপকর্মে লিপ্ত। দলের নাম ভাঙিয়ে যেসব দুর্বৃত্ত দখলবাজি, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

কোনো রাজনৈতিক দল এসব অপকর্মের সঙ্গে জড়িত, তা জানতে চাইলে গফ্ফার বিশ্বাস বলেন, ‘কারা এসব করছে, তা খুলনাবাসী জানে। তাদের চাওয়া অনুযায়ী চাঁদা দিতে না পারায় অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে খামখেয়ালিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’ তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও নব্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের দাবি জানান।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার