হোম > সারা দেশ > যশোর

‘হতাশা’ থেকে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরের মনিরামপুরে মৃত্যুঞ্জয় সেন (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে স্বজনেরা ঘর থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। স্বজনদের দাবি, দীর্ঘদিন অসুস্থ থাকায় লেখাপড়ায় পিছিয়ে পড়েন তিনি। সেই হতাশা থেকে ঘরে ফ্যানের সঙ্গে রশি জড়িয়ে আত্মহত্যা করেন মৃত্যুঞ্জয়।

মৃত্যুঞ্জয় সেন উপজেলার প্রতাপকাটি গ্রামের বিপুল সেনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুণ্ডু বলেন, ‘মৃত্যুঞ্জয় প্রতিবন্ধী ছিল। হাত-পা বাঁকা ছিল। কথা বলতে মুখ বেকে যেত। কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে সে আমার কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। এরপর সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হয়। সে হিসাব বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।’ 

তাপস কুণ্ডু বলেন, ‘এক বছর ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয়। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ে। এতে সে হতাশায় ভুগছিল।’ 

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘হতাশা থেকে মৃত্যুঞ্জয় আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা