হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেলকে সেভ করতে গিয়ে বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ৪

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা ফায়ার সার্ভিস অফিসের পশ্চিম পাশে মোটরসাইকেলকে সেভ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে খুলনাগামী যাত্রীবাহী বাস সাতক্ষীরা থেকে ছেড়ে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা ফায়ার সার্ভিস অফিসের পশ্চিম পাশে পৌঁছালে অপর দিক দিয়ে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি ছিটকে পাশের খাদে উল্টে পড়ে আর প্রাইভেট কারের সামনের অংশে ভেঙ্গে মুচড়ে যায়। তখন বাসের যাত্রীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ পরে ডুমুরিয়া থানা-পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও হাইওয়ে পুলিশ টিম ঘটনাস্থলে এসে একত্রিত হয়ে উদ্ধার কাজে যোগ দেয়। 

এ সময় ছন্দা খানম (২৪), শাহেদ হাসান (৪০), সবুজ গাজী (২৪), মো. তুহিন (১৬), হিরা বেগম (৩০), সবুজ কুমার পাল (৩৫), হাসান (২৫), সুলতানা পারভীন (৪৫), জেমিমা কবির (৩০), আহাদ গাজী (১২), বাবুল শরীফ (৫০), উম্মে সালমা (২৩), আমেনা বেগম (৫০), নুর ইসলাম (৫২), রিজিয়া বেগম (৫০), জাহাঙ্গীর আলম (৫৫), বেলাল হোসেন (২৮), মোস্তফা শেখ (৫৫), বেসি বেগম (৫৫) ও আইয়ুব আলীকে (৪২) আহত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

আহতদের মধ্যে কলারোয়ার সুলাতানা পারভীন, খুলনা তেলিগাতির আহাদ গাজী, মাদারিপুরের বেবি বেগম ও অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ (৪০) ব্যক্তিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা গেছে। 

এ বিষয়ে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোটর সাইকেলকে সেভ করতে গিয়ে ওই বাস আর প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। আমরাসহ স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ টিম একত্রিত হয়ে আহতদের উদ্ধার করেছি। তবে দুর্ঘটনাটি ছিল ভয়াবহ। প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালানো হয়। 

এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা নিহতদের স্বজনদের সংবাদ দিয়েছি। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন মারা গেছেন। আর আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। বাকিরা স্বাভাবিক অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি আছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে