কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী শনিবার (২৯ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও খুলে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, গত ২৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু রেখে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে গত ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শনিবার থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে। তাই এদিন আবাসিক হল খুলে দেওয়া হবে।