হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের মিনজচক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী (২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী (২০) ও আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার (১৭)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ জানান, গতকাল রাতে মিনজচক এলাকায় প্রধান সড়কের ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। এ সময় সেখানে অভিযান চালানো হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র কুড়াল, হাতুড়ি ও ছুরি উদ্ধার করা হয়। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চারজন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দুপুর ১২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার