হোম > সারা দেশ > খুলনা

কুমিল্লায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি  

জাকির হোসেনের লাশ পুকুর থেকে উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মৃত যুবকের নাম জাকির হোসেন (৩০)। উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে তিনি।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে বাসা থেকে বের হয় জাকির হোসেন। দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফিরে না আসায়, চারদিক খোঁজ করা হয়। সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির পাশে একটি পুকুরে অনুসন্ধান চালায়। সেখানে লাশের সন্ধান না পেয়ে শনিবার সকালে পাশের অন্য একটি পুকুরে অনুসন্ধান চালিয়ে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনী অভিযান চালাই। শনিবার সকাল ১০টার দিকে জাকির হোসেনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক