হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিএনপির খালি কলসি বাজে বেশি: হাসানুল হক ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না। এই সরকারের অধীনে ভোট করবে না, মরণ কামড় দেওয়া হবে—এসব হলো বিএনপির ফাঁকা আওয়াজ। খালি কলসি বেশি বাজার মতো অবস্থা বিএনপির।’

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, ‘জনগণ ও তরুণ সমাজের প্রতি যদি এত আস্থা থাকে তবে ভোটে এসে আমাদের হারিয়ে দিন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দেবেন না।’

এ সময় ইনু আরও বলেন, ‘নিত্য পণ্যের দাম বাড়ার সঙ্গে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে, তবে সেটা শক্ত হাতে দমন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইনু বলেন, ‘বাজার সিন্ডিকেট দমন করার কোনো বিকল্প নেই, আমরা চাই ভোটের আগে মানুষ যেন হাসিমুখে ভোট দিতে আসে।’

পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুরের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দার।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ