হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ড্রেজার দিয়ে মরাভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বালু তুলে ব্যক্তিগত জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীর অভিযোগ, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি মরাভদ্রার অভয়াশ্রম, শ্মশানঘাট ও বানিয়াখালী বাজার সংলগ্ন নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন। শুধু তাই নয়, ডুমুরিয়া-বারোআড়িয়া পাকা সড়কে ছিদ্র করে পাইপ বসিয়েছেন তিনি। এভাবে তিনি প্রায় আধা কিলোমিটার দূরে ভুলবাড়িয়া গ্রাম এলাকার ডাকাতিয়া বিলে দেড় বিঘা খালসহ নিজের সাত বিঘা জমি বালু দিয়ে ভরাট করেছেন।

এ বিষয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এইচএম উবাইদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষমতার দাপট দেখিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে নদী থেকে বালু তুলছেন।'

একই ইউনিয়নের সমাজসেবক হাফেজ ওহিদুজ্জামান জানান, নদী থেকে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। এতে নদীর দু'পাড়ে ধস নামতে শুরু করবে। ভাঙনের কবলে পড়বে নদীসংলগ্ন গ্রাম, কৃষিজমি, গাছপালা, দোকানপাট।

এ বিষয়ে জানতে চাইলে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, 'নদী থেকে বালু ওঠানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পাকা সড়কের ছিদ্র বন্ধ করে দেওয়া হবে।'     

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার