হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ড্রেজার দিয়ে মরাভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বালু তুলে ব্যক্তিগত জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীর অভিযোগ, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি মরাভদ্রার অভয়াশ্রম, শ্মশানঘাট ও বানিয়াখালী বাজার সংলগ্ন নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন। শুধু তাই নয়, ডুমুরিয়া-বারোআড়িয়া পাকা সড়কে ছিদ্র করে পাইপ বসিয়েছেন তিনি। এভাবে তিনি প্রায় আধা কিলোমিটার দূরে ভুলবাড়িয়া গ্রাম এলাকার ডাকাতিয়া বিলে দেড় বিঘা খালসহ নিজের সাত বিঘা জমি বালু দিয়ে ভরাট করেছেন।

এ বিষয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এইচএম উবাইদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষমতার দাপট দেখিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে নদী থেকে বালু তুলছেন।'

একই ইউনিয়নের সমাজসেবক হাফেজ ওহিদুজ্জামান জানান, নদী থেকে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। এতে নদীর দু'পাড়ে ধস নামতে শুরু করবে। ভাঙনের কবলে পড়বে নদীসংলগ্ন গ্রাম, কৃষিজমি, গাছপালা, দোকানপাট।

এ বিষয়ে জানতে চাইলে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, 'নদী থেকে বালু ওঠানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পাকা সড়কের ছিদ্র বন্ধ করে দেওয়া হবে।'     

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার