হোম > সারা দেশ > খুলনা

শিক্ষকের লাঠির আঘাতে ছাত্রের চোখ নষ্টের অভিযোগ

যশোরের মনিরামপুরে শিক্ষকের লাঠির আঘাতে আরিফুল ইসলাম (১৬) নামে এক কওমি মাদ্রাসা ছাত্রের বাম চোখ নষ্ট হওয়ার পথে। না পড়ে বসে থাকার কারণে শিক্ষক হাফিজুর রহমান পিটিয়ে তার চোখের কর্নিয়া নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার মনিরামপুর উপজেলার শ্যামকুড় বুজতলা ওমর ইবনে খাত্তাব (রাঃ) হাফিজীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আরিফুল মনিরামপুর উপজেলার শ্যামকুড় বুজতলা ওমর ইবনে খাত্তাব (রাঃ) হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র। সে উপজেলার জোঁকা গ্রামের আয়ুব আলীর ছেলে।

গত তিন দিন ধরে ওই কিশোর ঢাকা ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান মাদ্রাসা ছেড়ে পালিয়েছেন।

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের বাড়ি ঢাকার মানিকগঞ্জে।

অসুস্থ আরিফুল বলে, দেড় বছর ধরে আমি ওমর ইবনে খাত্তাব (রাঃ) হাফিজীয়া মাদ্রাসায় পড়ি। আমি আল কোরআনের ১৫ পারা হেফজ সম্পন্ন করেছি। গেল সোমবার সকালে মাদ্রাসায় পড়ছিলাম। আগে থেকে চোখে সমস্যা থাকায় পড়ার সময় আমার চোখে চশমা ছিল। পড়া থামিয়ে আমি বসে থাকায় হুজুর আমাকে ডেকে মারপিট করেন। একপর্যায়ে শিক্ষকের বেতের আঘাত আমার বাম চোখে লাগে। এ সময় চশমা ভেঙে কাচ ভেতরে ঢুকে যায়।

আরিফুলের বড় ভাই মামুন হোসেন বলেন, সোমবার সকালে এ ঘটনা ঘটলেও শিক্ষকেরা আমাদের কিছু জানাননি। তাঁরা নিজেরা আরিফুলকে মনিরামপুর ও যশোরে ডাক্তারের কাছে নেন। সন্ধ্যায় আমাদের খবর দেন। 
 
আরিফুলের বাবা আয়ুব হোসেন বলেন, ‘খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ছেলেকে ঢাকায় নিয়ে আসি। ছেলের চোখের অবস্থা ভালো না। ওরে নিয়ে দৌড়াতে গিয়ে থানায় অভিযোগ করতে পারিনি।’

আয়ুব হোসেন বলেন, ওই শিক্ষক পলাতক রয়েছেন। মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের সঙ্গে ঢাকায় আছেন। তাঁরা চিকিৎসার সব খরচ দিচ্ছেন। 

এ বিষয়ে জানতে একাধিকবার মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালক হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি ধরেননি। 

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ঘটনা শুনে ওই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছি। ছেলেটার চোখের অবস্থা ভালো না। পুলিশকে বিষয়টি জানানো হয়নি। ঢাকা থেকে তাঁরা ফিরলে এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা