হোম > সারা দেশ > খুলনা

খালেদা জিয়া আগামীতে নেতৃত্ব দেওয়ার অবস্থা নেই: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় বেগম খালেদা জিয়া কারাগার থেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা বিবেচনায় ও আদালতের দণ্ডপ্রাপ্ত হওয়ায় বেগম খালেদা জিয়ার আগামীতে দেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার অবস্থা নেই।’ 

আজ বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজের এক যুগপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান। তিনি কোনো রাজনৈতিক নেতা নয়, উত্তরাধিকার সূত্রে নেতা হয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তাতে তাকে সন্ত্রাসী নেতা হিসেবে ভাবা যায়। সেই তারেক রহমান দুর্নীতি, সন্ত্রাসী, হত্যাসহ বিভিন্ন মামলায় যাবজ্জীবন দণ্ডিত হয়ে বিদেশে পলাতক। তাহলে এমন একটা দলকে কারা ভোট দেবে।’ 

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে কি সমস্যা তারাই ভালো বলতে পারে। একটি দলের মূল কান্ডারি হিসেবে থাকে সেই দলের প্রধান। যেমন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য অবস্থানে আছেন। কিন্তু বিএনপির কে আছে। বিএনপির নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনি এতিমের টাকা আত্মসাৎসহ বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দুই বছর করোনাকালীন মহাদুর্যোগ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবী একটা অর্থনৈতিক মন্দায় আছে। যার কারণে দেশের রিজার্ভ কিছুটা কমে গেছে। কিন্তু রিজার্ভ নিয়ে শঙ্কার কিছু নেই। এখন পর্যন্ত আমাদের দেশেরে রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় আছে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার