হোম > সারা দেশ > খুলনা

দুর্যোগকালীন পরিস্থিতিতে বিএনপি-জামায়াত মানুষের পাশে থাকে না: প্রতিমন্ত্রী ফরহাদ

মেহেরপুর প্রতিনিধি

দেশের যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের লোকজন কখনো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় প্রতিমন্ত্রী জানান, বৃষ্টিপাত দেরিতে হওয়ায় সারা দেশে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। বৃষ্টি শুরু হয়েছে, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি। 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সব সময় অসহায় মানুষের পাশে ছিলেন। খাবার, অক্সিজেন থেকে শুরু করে ওষুধসামগ্রী নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষকরে ধান কাটা থেকে শুরু করে এখন ডেঙ্গু পরিস্থিতিতেও তাঁরা সকলের পাশে আছেন।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের কাজ দেশে সংকট তৈরি করা। জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া। কখনই ভালো কাজ করা তাদের পক্ষে সম্ভব না। সব সময় দেশকে অস্থিতিশীল রাখাই তাদের মূল কাজ।’ 

 এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহম্মেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ সময় এক হাজার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি