হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ট্রেনের ধাক্কায় নারী আহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেলিনা বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। 

আজ সোমবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার অটো রাইসমিল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহত সেলিনা বেগম প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের জাকির হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারী আহত হন। খবর পেয়ে রেল পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে নিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোভন বিশ্বাস জানান, ট্রেনের ধাক্কায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। 

এ বিষয়ে প্রেমবাগ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, সেলিনা বেগম মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। রেললাইনের আশপাশেই ঘোরাঘুরি করতেন। 

নওয়াপাড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক