হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৬ আসনেই প্রার্থী দেবে এনসিপি

খুলনা প্রতিনিধি

খুলনার শিববাড়ী মোড়ে আজ শুক্রবার সন্ধ্যায় পথসভা করে এনসিপি। ছবি: আজকের পত্রিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের সবগুলোতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আজ শুক্রবার সন্ধ্যায় দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে খুলনার শিববাড়ী মোড়ের পথসভায় এনসিপির নেতারা এই ঘোষণা দেন।

পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নুসরাত তাবাসসুম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে হবে। মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। এ জন্য তাঁরা আগামী ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্রের দাবি জানান।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও সোচ্চার ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন।

যশোর থেকে সন্ধ্যা সোয়া ৬টায় পদযাত্রাসহ এনসিপি নেতারা খুলনার শিববাড়ী মোড়ে পৌঁছান। সেখান থেকে তাঁরা পথসভার মঞ্চে পৌঁছালে জাতীয় পতাকা ও ফুল দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। শিববাড়ীর পথসভা রূপ নেয় সমাবেশে। পরে দলটির নেতারা শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস্ গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের মা-বাবার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এনসিপি নেতাদের।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত