হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৬ আসনেই প্রার্থী দেবে এনসিপি

খুলনা প্রতিনিধি

খুলনার শিববাড়ী মোড়ে আজ শুক্রবার সন্ধ্যায় পথসভা করে এনসিপি। ছবি: আজকের পত্রিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের সবগুলোতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আজ শুক্রবার সন্ধ্যায় দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে খুলনার শিববাড়ী মোড়ের পথসভায় এনসিপির নেতারা এই ঘোষণা দেন।

পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নুসরাত তাবাসসুম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে হবে। মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। এ জন্য তাঁরা আগামী ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্রের দাবি জানান।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও সোচ্চার ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন।

যশোর থেকে সন্ধ্যা সোয়া ৬টায় পদযাত্রাসহ এনসিপি নেতারা খুলনার শিববাড়ী মোড়ে পৌঁছান। সেখান থেকে তাঁরা পথসভার মঞ্চে পৌঁছালে জাতীয় পতাকা ও ফুল দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। শিববাড়ীর পথসভা রূপ নেয় সমাবেশে। পরে দলটির নেতারা শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস্ গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের মা-বাবার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এনসিপি নেতাদের।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ