হোম > সারা দেশ > খুলনা

লাশ ফেরতের দাবিতে ৯ ঘণ্টা বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

ভারতের পেট্রাপোল বন্দরে মারা যাওয়া বাংলাদেশি ট্রাকচালকের লাশ ফেরতের দাবিতে যশোরের বেনাপোল বন্দরে কর্মবিরতি পালন করেছেন ট্রাকচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সারা দিন কর্মবিরতি পালন করেন তাঁরা। লাশ ফেরত দেওয়ার আশ্বাসে সন্ধ্যা ৬টার দিকে তাঁরা কর্মসূচি তুলে নেন। 

টানা ৯ ঘণ্টা কর্মবিরতির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির পণ্য পরিবহন বন্ধ থাকে। 

শ্রমিকনেতারা জানান, গতকাল বুধবার সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান যশোরের ঝিকরগাছা উপজেলার ট্রাকচালক নাজমুল শাহাদৎ বাবুল। 

পরে ট্রাকে থাকা মালপত্র খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে অবস্থান করছিলেন। হঠাৎ এদিন সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ট্রাকচালক। রাতেই সীমান্তরক্ষী বিএসএফ তাঁর লাশ উদ্ধার করে বনগাঁ হাসপাতালের মর্গে নেয়। 

কিন্তু তখন পর্যন্ত তাঁর মরদেহ ফেরত দেয়নি পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে মরদেহ ফেরতের দাবিতে পণ্য পরিবহন বন্ধ করে দেয় বাংলাদেশি ট্রাকচালকেরা। পরে আগামীকাল শুক্রবার মরদেহ ফেরত দেবে এমন আশ্বাস দিলে কর্মবিরতি তুলে নেওয়া হয়। 

এদিকে কর্মবিরতিতে দিনভর বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় দুই বন্দরে আটকা পড়েছিল সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, ট্রাকচালকদের কর্মবিরতিতে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়েছিল। পরে বৈঠকের মাধ্যমে সমাধানের আশায় সন্ধ্যায় পণ্য পরিবহন স্বাভাবিক হয়।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ