হোম > সারা দেশ > খুলনা

খুলনার রূপসায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক দোকানে, ব্যবসায়ী নিহত

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসায় নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার আলাইপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। অশোক রায় ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের বনমালী রায়ের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া ট-১১-২৫৭৭) আলাইপুর থেকে ব্রিজের ওপর উঠছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানের ওপর উঠে যায়। তাতে দোকান দুটি ভেঙে গুঁড়িয়ে যায়।

ওসি আরও বলেন, এ সময় ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে যেতে পারলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করে রূপসা থানায় রাখা হয়েছে।

রূপসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহত অশোক রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার