হোম > সারা দেশ > খুলনা

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান খুবি প্রশাসনের

খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় একটি বহুধর্মীয় ও বৈচিত্রপূর্ণ পরিবেশে বিশ্বাস করে, যেখানে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু বিষয় পোস্ট হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে এমন কোনো বক্তব্য, পোস্ট, মন্তব্য বা কার্যকলাপ করা যাবে না। যা সরাসরি বা পরোক্ষভাবে কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি বা ধর্মীয় ব্যক্তিত্বকে অবমাননা করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বা বাইরে, অনলাইন বা অফলাইনে প্রকাশিত এ ধরনের বক্তব্য শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক