হোম > সারা দেশ > খুলনা

পায়ে হেঁটেও খুলনার সমাবেশস্থলে পৌঁছেছেন ডুমুরিয়া বিএনপি নেতা কর্মীরা 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে পায়ে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্রযোগে সমাবেশস্থলে হাজির হয়েছেন ডুমুরিয়া উপজেলার প্রায় ১০ হাজার নেতা কর্মী। শ্রমিকদের ধর্মঘটের কারণে শুক্রবার ও শনিবার বাস বন্ধ থাকায় তারা নানা মাধ্যমে তাঁরা সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

ডুমুরিয়া উপজেলা থেকে খুলনা মহানগরীর দূরত্ব ১৫ কিলোমিটার হওয়ায় শনিবার সকাল থেকে নেতা কর্মীরা সমাবেশস্থলে যাওয়া শুরু করে। গতকাল শুক্রবার রাতেও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।

এ জমায়েতের নেতৃত্ব দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ বিষয়ে উপজেলা মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, ‘শনিবার সকালে আমরা বিভিন্ন মাধ্যমে সমাবেশস্থলে হাজির হই। এরপর আমাদের নির্দেশনা মোতাবেক আজ (শনিবার) নেতা কর্মীরা খণ্ড খণ্ড আকারে মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হয়েছে।’

উপজেলা বিএনপির কর্মী নরনিয়া গ্রামের আজিবার রহমান বলেন, ‘আমরা সন্ধ্যায় ১৮ জনের একটি দল ডুমুরিয়া থেকে পায়ে হেঁটে রওনা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে হাজির হই। রাত থেকেই আমরা সমাবেশস্থলে রয়েছি।’

উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোল্যা মশিউর রহমান বলেন, ‘আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল একসঙ্গে রাত ৮টার মধ্যে সমাবেশস্থলে হাজির হয়েছি। বর্তমানে আমরা মূল মঞ্চের সামনে বসে আছি।’ 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি