হোম > সারা দেশ > খুলনা

পায়ে হেঁটেও খুলনার সমাবেশস্থলে পৌঁছেছেন ডুমুরিয়া বিএনপি নেতা কর্মীরা 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে পায়ে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্রযোগে সমাবেশস্থলে হাজির হয়েছেন ডুমুরিয়া উপজেলার প্রায় ১০ হাজার নেতা কর্মী। শ্রমিকদের ধর্মঘটের কারণে শুক্রবার ও শনিবার বাস বন্ধ থাকায় তারা নানা মাধ্যমে তাঁরা সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

ডুমুরিয়া উপজেলা থেকে খুলনা মহানগরীর দূরত্ব ১৫ কিলোমিটার হওয়ায় শনিবার সকাল থেকে নেতা কর্মীরা সমাবেশস্থলে যাওয়া শুরু করে। গতকাল শুক্রবার রাতেও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।

এ জমায়েতের নেতৃত্ব দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ বিষয়ে উপজেলা মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, ‘শনিবার সকালে আমরা বিভিন্ন মাধ্যমে সমাবেশস্থলে হাজির হই। এরপর আমাদের নির্দেশনা মোতাবেক আজ (শনিবার) নেতা কর্মীরা খণ্ড খণ্ড আকারে মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হয়েছে।’

উপজেলা বিএনপির কর্মী নরনিয়া গ্রামের আজিবার রহমান বলেন, ‘আমরা সন্ধ্যায় ১৮ জনের একটি দল ডুমুরিয়া থেকে পায়ে হেঁটে রওনা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে হাজির হই। রাত থেকেই আমরা সমাবেশস্থলে রয়েছি।’

উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোল্যা মশিউর রহমান বলেন, ‘আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল একসঙ্গে রাত ৮টার মধ্যে সমাবেশস্থলে হাজির হয়েছি। বর্তমানে আমরা মূল মঞ্চের সামনে বসে আছি।’ 

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক