হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় পদ্মার পানি তেমন না বাড়লেও আতঙ্ক বাড়ছে

কুষ্টিয়া প্রতিনিধি

ভারতের ফারাক্কা ব্যারাজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা ভাবছেন। আবার অনেকেই বন্যার প্রস্তুতি হিসেবে খাদ্যসামগ্রী উঁচু স্থানে মজুতের কাজ শুরু করছেন। 

আতঙ্কিত মানুষ মনে করছে, ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী জেলার মানুষের যে অবস্থা হয়েছে, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার পর হয়তো কুষ্টিয়ায়ও একই অবস্থা হবে। তবে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পাবনা হাইড্রোলজি বিভাগ।

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপক প্রতিষ্ঠান পাবনা হাইড্রোলজি বিভাগ সূত্র জানিয়েছে, গতকাল বেলা ৩টা পর্যন্ত সর্বশেষ হার্ডিঞ্জ ব্রিজের পানির লেভেল মাপা হয়েছে ১১ দশমিক ৯৮ সেন্টিমিটার; যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১ সেন্টিমিটার। বিপৎসীমা ধরা হয় ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। এর আগে সোমবার বেলা ৩টায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৭ সেন্টিমিটার।

তবে সূত্র জানিয়েছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটারে পানির উচ্চতা পৌঁছালেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না কুষ্টিয়ায়। শুধু নিম্নাঞ্চল প্লাবিত হবে। এই পয়েন্টে ১৫ দশমিক ১৯ সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ পানির উচ্চতা রেকর্ড করার সুযোগ রয়েছে। তবে পানির উচ্চতা ১৬ সেন্টিমিটার অতিক্রম করলে ভয়াবহ বন্যা হতে পারে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার