হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে ব্যবসায়ীর গুদাম থেকে ১৫২৩ বস্তা সরকারি সার জব্দ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া সারের বাজারে গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুত রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ১ হাজার ৫২৩ বস্তা সরকারি বিভিন্ন সার উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। তিনি বলেন, ‘জব্দ করা সার হলো এমওপি, টিএসপি ও ডিএপি। এসব সার খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে।’ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।

অপর দিকে একই সময় সরকারি সারের বস্তা নকল করে তা বাজারজাত করার দায়ে বাদল নামের বস্তা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানা বিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজারজাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির জন্য গতকাল রাতে ১ হাজার ৫২৩ বস্তা সার গুদামজাত করে রাখার দায়ে দি মনির এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে এসব সার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বস্তা নকল করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে বাদল নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম (এবিএস ও এমএস) সিলগালা করে রাখা হয়েছে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান, ‘জব্দ করা সার অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বিলি বণ্টনের আদেশ দিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার