হোম > সারা দেশ > যশোর

উত্তাপের ভোটেকেন্দ্রে ভোটারদের ভিড় 

যশোরের মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকে ভোটারদের ভোটকেন্দ্র এসে লাইন দিতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরের এলাকা।

এদিকে দু-একটি ভোটকেন্দ্রের বাইরে বোমা হামলা, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে। 

আজ সকালে সরেজমিনে উপজেলার টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারদের লম্বা লাইন পড়েছে। কেন্দ্রের বাইরে ভোটের স্লিপ নেওয়ার জন্য ভোটারদের ভিড় জমেছে। ভোটকেন্দ্রে আগত নারী ও পুরুষ ভোটারদের মধ্যে ঈদের আনন্দ বইছে। 

সকাল ৯টার দিকে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন গোলাম মোস্তফা নামে এক প্রতিবন্ধী বৃদ্ধ। তিনি বলেন, ‘ভোট দিছি সুন্দরভাবে। পরিবেশ ভালো।’ 

ভোটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই কেন্দ্রের সরোয়ার হোসেন (ঘুড়ি) নামে এক মেম্বার পদপ্রার্থী। তিনি বলেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, এত সুন্দর পরিবেশ অনেক দিন দেখিনি। ভোটাররা উৎসুক পরিবেশে ভোট দিচ্ছেন। 

এদিকে গতকাল শনিবার মধ্যরাত থেকে উপজেলার খানপুর ও পাড়দিয়া ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাড়দিয়া হাইস্কুল কেন্দ্রের বাইরে রাত থেকে ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত অন্তত ২০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে। 

এই কেন্দ্রের মেম্বার পদপ্রার্থী ইউনুস আলী দাবি করেন, বহিরাগত দুর্বৃত্তরা ঘুঘুরাইল চাতাল মোড়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, `পাড়দিয়া ৯ নম্বর কেন্দ্রের বাইরে বোমা হামলার ঘটনার খবর পেয়েছি। ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পরিবেশ অনুকূলে আছে।' 

এদিকে খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর-মাঝিয়ালী ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সামছুজ্জামান শান্তর (ঘোড়া) এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থীর বোন শিরিনা পারভিন। 

এ বিষয়ে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, `বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।' 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার