হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আলেহিম হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে চাচা খলিলুর রহমানের সঙ্গে আলেহিম দেখা করতে যান। 

এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাঁদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে তাঁরা চলে যান। তাতে আলেহিম ঘটনাস্থলেই মারা যান। আর আহত খলিলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়ি গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার