হোম > সারা দেশ > নড়াইল

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের মূলদাইড় ঘোষবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তপু ঘোষ (২৬) সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। 

আহত ব্যক্তিরা হলেন মূলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ, তালতলা গ্রামের তানভির জিহাদ এবং যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলে মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিলেন তপু। এ সময় তাঁরা নড়াইল-যশোর সড়কের মূলদাইড় ঘোষবাড়ী নামক স্থানে পৌঁছালে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মারা যান তপু ঘোষ। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দুজন। পরে স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ