হোম > সারা দেশ > খুলনা

খুবিতে সুন্দরবনের কয়েক প্রজাতির বৃক্ষের চারা রোপণ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে সুন্দরবনের কয়েক প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বৃক্ষের চারা রোপণ করা হয়। 

খুলনা বিশ্ববিদ্যালয় লেকের ধারে গত ২০ বছর আগে লাগানো সুন্দরী গাছের চারা প্রত্যাশা অনুযায়ী বেড়ে উঠেছে। এগুলো এখন সুন্দরবনের সুন্দরী গাছের মতো স্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে। ক্যাম্পাসে সুন্দরী গাছ যথাযথভাবে বেড়ে ওঠায় এখানে সুন্দরবনের আরও কয়েকটি প্রজাতির চারা রোপণ করা হয়েছে। 

লেকের ধারে সুন্দরবনের কেওড়া, ওড়া ও গোলপাতা গাছের চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকের মাটি, পানি ও পরিবেশে এগুলোর বৃদ্ধি প্রবণতা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য এ গাছ লাগানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান। আনুষ্ঠানিকভাবে এগুলো রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম ও বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। 

এ সময় বিজিই ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মো. রায়হান আলীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার