হোম > সারা দেশ > যশোর

যশোর-কক্সবাজার রুটে সরাসরি নভোএয়ারের ফ্লাইট চালু

যশোর প্রতিনিধি

যশোর থেকে কক্সবাজার রুটে সরাসরি নভোএয়ারের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে যশোর বিমানবন্দরে এই রুটের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান। 

জানা গেছে, যশোর থেকে সরাসরি ফ্লাইটটি প্রতি সপ্তাহের বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহের শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে আসবে। এই রুটে ওয়ানওয়েতে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নভোএয়ারের হেড অব মার্কেটিং মেজবাউল ইসলাম বলেন, ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফারের ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুজনের যশোর থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে। এই অফারে দুজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সিগাল, লং বিচ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল ও হোটেল সী প্যালেস। 

মেজবাউল ইসলাম আরও বলেন, বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর ও আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা পর্যন্ত ফ্লাইট পরিচালনা করছে। 

ফ্লাইট উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং ট্রাভেল এজেন্সি ও স্থানীয় নেতারা। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার