হোম > সারা দেশ > কুষ্টিয়া

মনে অপূর্ণতা নিয়ে সাঁইজির ধাম ছেড়েছেন ভক্তরা

দেবাশীষ দত্ত, কুষ্টিয়া

রমজানের কারণে এ বছর ম্লান হয়েছে লালন উৎসব। তিন দিনের অনুষ্ঠান এক দিনে শেষ হওয়ায় বাদ গিয়েছে অনেক আনুষ্ঠানিকতা। হয়নি বাউল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লালন অনুসারীদের যে তিনটি সেবা গ্রহণের রীতি ছিল, সেটিও ছোট করে শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। ফলে মনে অপূর্ণতা নিয়েই এবার সাঁইজির ধাম ছেড়েছেন ভক্তরা।

প্রায় ২০০ বছর আগে ফকির লালন সাঁই তাঁর ভক্তদের জড়ো করে দোলপূর্ণিমা তিথিতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসে সাধুসঙ্গ করতেন। গানে গানে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেন তিনি। সেই রেওয়াজ মোতাবেক এখনো প্রতিবছর উদ্‌যাপিত হয় লালন স্মরণোৎসব।

সাধারণত দোলপূর্ণিমার সন্ধ্যায় অধিবাসে রাখালসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শুরু করেন লালন অনুসারীরা। পরদিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা করা হয়ে থাকে। আর তিন দিনব্যাপী লালন একাডেমি মাঠে বাউল মেলা ও লালন মঞ্চে গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করতেন লালন একাডেমির শিল্পীরা। কিন্তু এবার দোলপূর্ণিমার তিথি পবিত্র রমজানে পড়ায় এসব অনুষ্ঠান কেটে সংক্ষিপ্ত করা হয়েছে। শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে এবারের লালন স্মরণোৎসব।

গতকাল আখড়াবাড়ি গিয়ে দেখা যায়, এবারের লালন স্মরণোৎসব ঘিরে স্বল্পসংখ্যক সাধু, বাউল ও দর্শনার্থীরা এসেছেন। খণ্ড খণ্ড সাধু আস্তানায় গুরু-শিষ্যের মধ্যে চলছে লালনের জীবন-কর্ম নিয়ে আলোচনা। গানে গানে প্রচার করা হচ্ছে লালনের জাতপাতহীন মানবদর্শন।

সেখানে কথা হয় লালনভক্ত ফকির রশিদ শাহর সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু প্রশাসনের মাধ্যমে লালন সাঁইজি আখড়াবাড়ি পরিচালিত হচ্ছে, অতএব প্রশাসনের সিদ্ধান্তই মেনে নিতে হবে। তবে আমরা মূল ভুলে নকল নিয়ে ব্যস্ত থাকছি। এক দিনে তিনটি সেবা হবে না।

কারণ, সেবা তো সময়ান্তে হবে। সময় হাতে না পেয়ে সেবা কীভাবে হবে।’ এই সাধক বলেন, ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল। 
এবার বাউল মেলা ও লালনের গান না হওয়ায় আখড়াবাড়ির মাঠটি অনেকটাই ফাঁকা। গতকাল বেলা ৩টায় লালন আখড়াবাড়ির অডিটরিয়ামে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস‌্য মাহবুব উল আলম হানিফ ব‌লেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সব ধর্মের ঊর্ধ্বে মানবতার ধর্মের মানুষ।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা