হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে সংকটের অজুহাতে চড়ছে পেঁয়াজের দাম

বেনাপোল (যশোর) প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় বেনাপোলসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সর্বশেষ গত ৫ মে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৯ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর কোনো পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। 

গত মার্চ মাসে এক বিজ্ঞপ্তিতে দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় কৃষি মন্ত্রণালয়। সে নির্দেশনায় বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। অবশ্য দেশে পেঁয়াজ উত্তোলনের ভর মৌসুমে আমদানির অনুমতির সময় বাড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন কৃষকেরা। এরপরও রমজানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির শঙ্কায় সরকার ঈদ পর্যন্ত আমদানির অনুমোদন দেয়। 

এখন আমদানি বন্ধ হওয়ার পরপরই পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে এক সপ্তাহে পেঁয়াজের দর কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। 

বেনাপোল বন্দর এলাকার বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন আমদানি বন্ধে সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়। দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকায়। 

সাধারণ ক্রেতা আনিসুর রহমান বলেন, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। ভারতীয় পেঁয়াজেরও মজুত রয়েছে। মাত্র চার দিন আমদানি বন্ধে সংকটে পড়ার কথা না। অতিরিক্ত মুনাফা করতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরদারিতে আনা দরকার। 

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আর অনুমোদন না মেলায় আমদানি বন্ধ রয়েছে।’ কবে নাগাদ আবার পেঁয়াজ আমদানি শুরু হবে জানাতে পারেননি এ ব্যবসায়ী নেতা।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য পাওয়া ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ ছিল চলতি মাসের ৫ মে পর্যন্ত। এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি চালু হলে দ্রুত খালাসের ব্যবস্থা রয়েছে বন্দরে।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি