হোম > সারা দেশ > খুলনা

বিএনপি দেশ ও জাতির শত্রু: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপি দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। তারা বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, তাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণ হতে পারে না। তাই বিএনপি এখন দেশের শত্রু, জাতির শত্রু। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, ‘জনগণ এখন হরতাল নিয়ে ভাবছে না। হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে খেটে খাওয়া মানুষ বাইরে বের হচ্ছেন।’

আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আরব বসন্ত আরব দেশেই হয়, সেটা বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই। যাঁরা আরব বসন্তের স্বপ্ন দেখছেন, তাঁরা আরবে গিয়ে দেখতে পারেন।’

নির্বাচনের বিষয়ে হানিফ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশে মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত