হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত, ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভার টানা দুইবারের মেয়র ও পৌর বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২৪ ডিসেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে সদর থানায় একটি জিআর মামলা (৯৬২ / ২২) দায়ের করা হয়। গত ২৪ জানুয়ারি মেয়র চিশতীর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর।’

বিষয়টি অবগত হয়ে নীতিমালা অনুযায়ী তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

আদালতে তাঁর জামিন আবেদনে আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেও মামলা থেকে রেহাই পাননি তিনি।’ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় মামলার জামিন শুনানি ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। 
 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি