হোম > সারা দেশ > খুলনা

নিষেধাজ্ঞায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে শঙ্কা, সময়সীমা বাড়ানোর দাবি

বেনাপোল প্রতিনিধি

ইলিশ প্রজনন মৌসুমের কারণে কাল বৃহস্পতিবার থেকে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা জারিতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। সরকার অনুমোদিত ৩ হাজার ৯৫০ টনের মধ্যে গত ২০ দিনে মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। সব ইলিশ রপ্তানিতে সময় বৃদ্ধির প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। 
 
রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে কেবল ভারতে ইলিশ রপ্তানি করে আসছে। 
 
এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানির করতে পেরেছে। 

কিন্তু এরই মধ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় রপ্তানিকারকেরা বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবেন বলে জানিয়েছেন। 

বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক অশোক সরকার আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ থেকে আসা ইলিশ পূজায় অতিথি আপ্যায়নের ভরসায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা। 

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের রেজাউল জানান, যদি সরকার সময় বাড়ায় তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে। 

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকবে। এতে এ বছর সব ইলিশ রপ্তানি হচ্ছে না ভারতে। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। তখনো সময় স্বল্পতার কারণে মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি