হোম > সারা দেশ > খুলনা

আরেক মামলায় খুলনার সাবেক এমপি মিজান কারাগারে

খুলনা প্রতিনিধি

মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগের মামলায় মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানসহ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান তাঁদের দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরবর্তী দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলায় গ্রেপ্তার অপরজন হলেন কদমতলা স্টেশন রোড জিতেন্দ্র নাথ সাহার ছেলে এবং ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো জন্য আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম। দুপুর পৌনে ১২টার দিকে খুলনা কারাগার থেকে তাঁদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। গত ১২ ডিসেম্বর খুলনা থানায় মনার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলাটি হয়।

আদালতের জিআরও এসআই প্রদীপ কুমার কুণ্ডু বলেন, চলতি মাসের ২৫ তারিখে তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানোর জন্য খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম আবেদন করেন। আগামী ৩ জুলাই শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে বিচারক তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার একটি আদালত মিজানুর রহমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তবে তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও তাঁর বিরুদ্ধে খুলনায় কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে তিনি জামিনে বের হতে পারছেন না বলে পরিবার সূত্রে জানা গেছে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক