হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) 

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জিলাপিতলা এলাকায় লাটাহাম্বার ধাক্কায় একজন এবং অপরজন গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টায় একই সড়কের নন্দনালপুর ইউনিয়নের ময়েনমোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন।

নিহত দুজনের মধ্যে হাসিম উদ্দিন (৫৫) উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান উচ্চিবদ্যালয়ের সহকারী শিক্ষক ও নন্দনালপুর ইউনিয়নের পুরোনো চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে। আরেকজনের নাম টিপু প্রামাণিক (৪৫)। তিনি সেকান্দি এলাকার মৃত মুনছের প্রামাণিকের ভ্যানচালক ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক টিপু প্রামাণিককে কুষ্টিয়া-রাজবাড়ীর ময়েনমোড় এলাকায় অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। রাতে টহলরত অবস্থায় খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটায় তিনি মারা যান।

অপরদিকে স্কুলশিক্ষক হাসিম উদ্দিন সকাল পৌনে ৯টার দিকে একই সড়ক দিয়ে খোকসার দিকে যাচ্ছিলেন। এ সময় জিলাপিতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে শ্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বা গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় লাটাহাম্বাকে জব্দ করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, রাতে অজ্ঞাত গাড়ির চাপায় একজন ভ্যানচালক নিহত হয়েছেন। অপরদিকে লাটাহাম্বার চাপায় সকালে স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় লাটাহাম্বাটিকে জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার