হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে অটো রাইস মিলের বয়লার (চুলা) বিস্ফোরণে ফয়সাল (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলায় মা-বাবা অটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফয়সাল একই উপজেলার লক্ষ্মীপুর ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, রোববার সকালে রাইস মিলে ফয়সালসহ চারজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বয়লার বিস্ফোরিত হয়। এতে অন্যরা রক্ষা পেলেও ঘটনাস্থলে নিহত হন ফয়সাল। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

ফয়সালের সহকর্মী রাকিব বলেন, ‘খাওয়া-দাওয়া শেষ করে আমি আর ফয়সাল বয়লারের পাশে কাজ করছিলাম। পাশে আরও দুজন কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। ফয়সাল আমাকে বলে তুই ওই দিকে যা, আমি এদিকে যাচ্ছি। এ সময় বয়লার বিস্ফোরণে তার মৃত্যু হয়।’ 

এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মিলের মালিক মো. শাহজাহান মিয়া। 

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, পেয়ারাতলায় মা-বাবা অটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে শ্রমিক ফয়সাল নিহত হন। তবে এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার