খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের শিক্ষাজীবন সম্পন্ন উপলক্ষে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক র্যালি বের করা হয়। র্যালিটি খুলনা মহানগরী ঘুরে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এ ছাড়া কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড নগর বাউলের পাশাপাশি মেঘদল ও ক্রিপটিক ফেইট পারফর্ম করবে।