ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ তিনজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া ও কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার উপপরিদর্শক গিয়াসউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় শৈলকুপা শহরের ফাতেমা মার্কেটের নিউ বিশ্বাস গার্মেন্টসে গিয়ে সীমান্ত ও আকাশ নামের দুই যুবক গিয়ে প্রায় দশ হাজার টাকার কাপড় নেন। গার্মেন্টসের মালিক তাঁদের কাছে টাকা চাইলে তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম পাঠিয়েছে বলে জানান। এরপর কাপড় দিতে অস্বীকার করলে জোরপূর্বক কাপড়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পরে মালিক কালামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আছে।’ এমনকি তাঁর (দোকানের মালিক) কাছে উল্টো আরও বেশ কিছু টাকা চাঁদা দাবি করেন।
মঙ্গলবার রাতেই গার্মেন্টসের মালিক ১০ নম্বর বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের ইয়ামিন আলী বাদী হয়ে কালামসহ তিনজনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় ২ লাখ টাকা চাঁদাবাজি মামলা করেন। মামলার পরে পুলিশ তাঁদের তিনজনকেই শৈলকুপার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
এ দিকে তবে ঘটনাটি সাজানো বলে দাবি করেন পৌর ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম মন্নু।