হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে চাচাকে জখমের অভিযোগে থানায় মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে কুড়াল দিয়ে কুপিয়ে চাচাকে জখমের অভিযোগে শাকিব মোড়ল (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাঁর ভাই শাহিন মোড়লসহ (২৫) আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আজ শনিবার সকালে পাইকগাছা থানায় মামলাটি করেন চাচা মিজানুর রহমান মোড়ল। গতকাল শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়ায় এ ঘটনা ঘটে। তাঁরা ওই এলাকার বাসিন্দা।

এ নিয়ে মিজানুর রহমান মোড়ল জানান, গতকাল শুক্রবার রাতে আমার সঙ্গে ভাইপো শাকিব মোড়ল (২২), শাহিন মোড়ল (২৫), ও ভাই মজিদ মোড়লের কথা-কাটাকাটি হয়। এ সময় ভাতিজা শাকিব, শাহিনসহ কয়েক জন আমাকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, ‘উপজেলার পূর্ব গজালিয়ায় বাসিন্দা মিজানুর রহমান মোড়লের (৫৭) সঙ্গে ভাই আব্দুল মজিদ মোড়লের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ভাতিজারা কুড়াল দিয়ে কুপিয়েছে এমন অভিযোগ করে থানায় মামলা করেছেন মিজানুর রহমান মোড়ল। আসামিরা পালাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা