হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া তিন দিনের নবজাতকটি উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাতে বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকার মোল্লাপাড়ার একটি বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

গত বুধবার দুপুরে বোরকা পরা এক নারী সাফিয়া-দিপু দম্পতির নবজাতক আরিয়ান ইসলামকে তার নানির কোল থেকে নিয়ে কৌশলে পালিয়ে যান। এর পর থেকেই উদ্ধারে নামেন র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য সদস্যরা। 

পরে নবজাতককে নিয়ে কোন দিকে গেল ওই নারী, তা খুঁজতে র‍্যাবের একটি আভিযানিক দল চার দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার সব ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ঘাটতে থাকে। পরে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে হাসপাতাল থেকে ২৫ কিলোমিটার দূরে মোল্লাপাড়ার আশরাফুলের বাড়ি থেকে গতকাল রাতে নবজাতকটিকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। এ সময় নবজাতক চুরি ও হেফাজতে রাখার দায়ে কাতারপ্রবাসী হানিফের স্ত্রী পলিয়ারা এবং পলিয়ারার মা মাহাফুজাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আজ সোমবার সকালে র‍্যাব-১২ কুষ্টিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে র‍্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম। 

এ সময় তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র বাচ্চাটিকে অপহরণ করে। এখানে বিদেশি চক্র ও আর্থিক লেনদের সম্পর্ক আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার