হোম > সারা দেশ > খুলনা

যশোরে সার কালোবাজারি, ব্যবসায়ীকে জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরে ২০ বস্তা সরকারি সার কালোবাজারির দায়ে এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার হামিদপুরে ভ্রাম্যমাণ আদালত ওই সার জব্দ করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তর করে।

অভিযুক্ত ব্যবসায়ী শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলার হামিদপুর বাজারের সার ও কীটনাশক বিক্রিকারী প্রতিষ্ঠান নয়ন এন্টারপ্রাইজের মালিক।

জানা যায়, রোববার সন্ধ্যায় এলাকার নসিমনচালক সাইফার আলী ২০ বস্তা সরকারি এমওপি সার নিয়ে হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে নিয়ে আসেন। এ সময় সন্দেহ হলে দোকান ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে চানপাড়া ফাঁড়ি ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয় কৃষক রমজান আলীর অভিযোগ, ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন তার গুদামে ওই এমওপি সার গোপনে রেখে দিয়েছিলেন। রোববার একটি নসিমনে করে ২০ বস্তা সার নয়ন এন্টারপ্রাইজে বিক্রি করতে পাঠান। এর কিছুদিন আগে কৃষকদের মধ্যে ওই সারের একটি অংশ বিতরণ করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিএডিসির সার দোকানে বিক্রি অবৈধ নয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে। সার ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার