হোম > সারা দেশ > খুলনা

যশোরে সার কালোবাজারি, ব্যবসায়ীকে জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরে ২০ বস্তা সরকারি সার কালোবাজারির দায়ে এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার হামিদপুরে ভ্রাম্যমাণ আদালত ওই সার জব্দ করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তর করে।

অভিযুক্ত ব্যবসায়ী শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলার হামিদপুর বাজারের সার ও কীটনাশক বিক্রিকারী প্রতিষ্ঠান নয়ন এন্টারপ্রাইজের মালিক।

জানা যায়, রোববার সন্ধ্যায় এলাকার নসিমনচালক সাইফার আলী ২০ বস্তা সরকারি এমওপি সার নিয়ে হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে নিয়ে আসেন। এ সময় সন্দেহ হলে দোকান ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে চানপাড়া ফাঁড়ি ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয় কৃষক রমজান আলীর অভিযোগ, ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন তার গুদামে ওই এমওপি সার গোপনে রেখে দিয়েছিলেন। রোববার একটি নসিমনে করে ২০ বস্তা সার নয়ন এন্টারপ্রাইজে বিক্রি করতে পাঠান। এর কিছুদিন আগে কৃষকদের মধ্যে ওই সারের একটি অংশ বিতরণ করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিএডিসির সার দোকানে বিক্রি অবৈধ নয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে। সার ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার