হোম > সারা দেশ > খুলনা

যশোরে সার কালোবাজারি, ব্যবসায়ীকে জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরে ২০ বস্তা সরকারি সার কালোবাজারির দায়ে এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার হামিদপুরে ভ্রাম্যমাণ আদালত ওই সার জব্দ করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তর করে।

অভিযুক্ত ব্যবসায়ী শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলার হামিদপুর বাজারের সার ও কীটনাশক বিক্রিকারী প্রতিষ্ঠান নয়ন এন্টারপ্রাইজের মালিক।

জানা যায়, রোববার সন্ধ্যায় এলাকার নসিমনচালক সাইফার আলী ২০ বস্তা সরকারি এমওপি সার নিয়ে হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে নিয়ে আসেন। এ সময় সন্দেহ হলে দোকান ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে চানপাড়া ফাঁড়ি ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয় কৃষক রমজান আলীর অভিযোগ, ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন তার গুদামে ওই এমওপি সার গোপনে রেখে দিয়েছিলেন। রোববার একটি নসিমনে করে ২০ বস্তা সার নয়ন এন্টারপ্রাইজে বিক্রি করতে পাঠান। এর কিছুদিন আগে কৃষকদের মধ্যে ওই সারের একটি অংশ বিতরণ করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিএডিসির সার দোকানে বিক্রি অবৈধ নয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে। সার ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ