ইজিবাইকসহ খুলনার রুপসা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর গত রোববার সন্ধ্যায় নড়াইলের কালিয়া থেকে মো. রাজু শেখ (২২) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে উপজেলার নড়াগাতি থানা-পুলিশ।
পুলিশের ধারণা রাজুর ইজিবাইকটি ছিনতাই করতে তাকে শ্বাস রোধে হত্যা করা হয়। এরপর গ্রামের ঝোপের মধ্যে মাটি চাপা দিয়ে তাঁর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারি খুনিরা। রাজু খুলনা জেলার রুপসা উপজেলার মহিষাঘুনি গ্রামের মো. ইসলাম শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানায় যায়, রাজু খুলনার সেনের বাজার-তেরখাদা সড়কসহ আশপাশের এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রাজু। রাতে বাড়ি ফিরে না আসায় তাঁর খোঁজ করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী মুসলিম বেগম গত ১ সেপ্টেম্বর রুপসা থাকায় একটি জিডি করেন। পরদিন তাঁর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রাজুর সন্ধান চেয়ে এলাকায় পোষ্টারিং ও মাইকিং করা হয়।
নিহতের বাবা মো. ইসলাম শেখ জানান, ‘ গত ২ / ৩ দিনেও রাজুর কোনো সন্ধান না আমরা লোকজন নিয়ে রোববার সকাল থেকে কালিয়া-তেরখাদা সড়কসহ আশপাশের সড়কের পাশের বাগান ও ঝোপ জাড়ে খুঁজতে শুরু করি। একপর্যায়ে উপজেলার কলাবাড়িয়া মাথাভাঙ্গা সড়কের পাশের একটি গ্রামের ডোবায় রাজুর একটি স্যান্ডেল ভাসতে দেখি। সেই সূত্র ধরে ডোবার অদূরে একটি ঝোপের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে মাটিচাপা দেওয়া লাশের সন্ধান পেয়ে নড়াগাতি থানা-পুলিশকে খবর দিলে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ মাটি খুঁড়ে রাজুর মরদেহ উদ্ধার করে।’
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেছেন, ‘অর্ধগলিত মরদেহটি উদ্ধারের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইক ছিনতাই করতে খুনিরা রাজুকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’