হোম > সারা দেশ > খুলনা

পরকীয়া প্রেমিকার ঘরে ঢুকে বাজারফেরত স্বামীর কামড়ে কান হারালেন যুবক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়া প্রেমিকার ঘরে ঢুকে তাঁর স্বামীর কামড়ে এক যুবক তাঁর কান হারিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশ জানান, পরকীয়া সম্পর্কের টানে গতকাল রোববার সন্ধ্যায় ওই যুবক স্থানীয় এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর স্বামী বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ওই যুবককে পেয়ে তাঁকে আটক করার চেষ্টা করেন। এ সময় তাঁকে মারধর শুরু করলে তিনি ওই যুবকের কান কামড়ে ছিঁড়ে দেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, ‘ওই যুবকের সঙ্গে আমার স্বামীর ভালো সম্পর্ক রয়েছে। সেই সূত্রে তিনি বাড়িতে যাতায়াত করতেন। কিন্তু তাঁর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। কাল সন্ধ্যায় ঘরে শুয়ে ছিলাম। চোখে একটু ঘুমের ভাব ছিল। তা ছাড়া বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে তিনি আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরেন। এমন সময় আমার স্বামী বাড়িতে এসে দেখে ফেলে। তখন আমার স্বামী উত্তেজিত হয়ে কামড় দিয়ে তাঁর কান ছিঁড়ে দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি