খুলনা: করোনাভাইরাস প্রতিরোধে আজ শুক্রবার থেকে খুলনা মহানগরীর ৩টি থানা এবং জেলার ১টি উপজেলায় শুরু হয়েছে ৭ দিনের বিধিনিষেধ। বিধিনিষেধ চলবে আগামী ১০ জুন পর্যন্ত।
খুলনা মহানগরীর খুলনা সদর, খালিশপুর, সোনাডাঙ্গা থানা এবং খুলনা জেলার রূপসা উপজেলা বিধিনিষেধের আওতায় রয়েছে।
বিধিনিষেধ চলাকালীন সকল দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান ও ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। হোটেল-রেস্তোরাঁগুলো পার্সেল বা প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর কোন রাস্তার মোড়ে বা স্থানে একের অধিক ব্যক্তি অবস্থান করা বা একসঙ্গে চলাফেরা করতে পারবে না। রূপসা উপজেলার রূপসা খেয়াঘাট, আইচগাতি খেয়াঘাট এবং উপজেলার বাজার ও দোকানপাটসমূহে জনসমাগম করা যাবে না।
এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন বলেন, লকডাউন দিলে জনগণের ভোগান্তি হয়। যে কারণে লকডাউন না দিয়ে জনবহুল এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।